বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ 

মাগুরা প্রতিনিধি

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ 

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে প্রথম ধাপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে  এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় মাগুরা ইউনিটির সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফসহ অন্য সদস্যদের উপস্থিতিতে ১৫০ জন অসহায়, দিনমজুর ও হত দরিদ্র শীতার্তদের মধ্যে এ  শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল, জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, হেফাজতে ইসলামের  মাগুরা জেলা শাখার আমির মাওলানা কাজী জাবের বীন মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা মো. নাজিরুল ইসলাম। গণঅধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ অন্যরা।

 মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, রিপোর্টার্স ইউনিটি শুধু একটি সাংবাদিকদের সংগঠন নয়। এটি একটি সামাজিক আন্দোলনের নাম। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরই শীতের মৌসুমে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ধারাবাহিকভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম ধাপে ১৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে  কম্বল বিতরণ করেছি। আমাদের  এ ধারা অব্যাহত থাকবে।

টিএইচ